Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৬৩

স্টাফ করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ১৭:৩৯ | আপডেট: ৩ অক্টোবর ২০২৫ ২০:২৩

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ১৫৩ এবং নারী ১১০ জন।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪, ঢাকা উত্তর সিটিতে ৫৬, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫ এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৪৮ হাজার ৪৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২০২ জনের।

এর আগে, বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয় ২ জনের।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এ ছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর