Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা বিএনপি সভাপতির পূজা পুনর্মিলন ও মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ১৮:১২

পূজা পুনর্মিলন ও মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু’র আয়োজনে সনাতন সম্প্রদায়ের সম্মানে পূজা পুনর্মিলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা বিএনপি সভাপতির বাসভবন মিলনায়তনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়ের সভাপতিত্বে এবং জেলা পূজা কমিটির সমন্বয়ক হেমন্ত কুমার সিংহ রায়ের উপস্থাপনায় অনুষ্ঠিত পূজা পুনর্মিলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাসুদ মিল্টন ও জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী।

সনাতন ধর্মাবলম্বীর সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু, উত্তম রঞ্জন দেবনাথ, বিজয় হালদার, জীবন সেন, প্রশান্ত দাস, সঞ্জয় হালদার, শোভন দাসসহ জেলা পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিজি

পূজা পুনর্মিলন মতবিনিময় সভা

বিজ্ঞাপন

ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৬৩
৩ অক্টোবর ২০২৫ ১৭:৩৯

আরো

সম্পর্কিত খবর