Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্লোটিলায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ১৯:১১ | আপডেট: ৩ অক্টোবর ২০২৫ ২০:২১

৭০টি সংগঠনের প্রতিনিধিরা বিক্ষোভে অংশ নেন। ছবি: সারাবাংলা

আন্তর্জাতিক জলসীমায় ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি বাহিনীর আক্রমণ, অবৈধভাবে মানবাধিকার কর্মীদের আটক এবং ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকার মানিক মিয়া এভিনিউ-এ জাতীয় সংসদ ভবনের সামনে বাংলাদেশ ইয়ুথ সিনার্জি অ্যালায়েন্স (বিওয়াইএসএ)-এর উদ্যোগে ‘প্রটেক্ট ফ্লোটিলা-ফ্রি প্যালেস্টাইন’ শীর্ষক এই কর্মসূচিতে পরিবেশ, জলবায়ু, মানবাধিকার, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও শিক্ষা এবং স্বেচ্ছাসেবীসহ প্রায় ৭০টি সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে অংশ নেন।

জানা যায়, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন কর্তৃক গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কনভয়ের ত্রাণবাহী ৪৪টি দেশের ৫০০ নাগরিক ৪০টি নৌকায় ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা করেন। এটি একটি শান্তিপূর্ণ, অহিংস এবং মানবিক যাত্রা। যার উদ্দেশ্য গাজা অবরোধ ভাঙা, মানবিক সাহায্য পৌঁছে দেওয়া এবং জনগণনির্ভর মানবিক করিডোর গড়ে তোলা।

বিজ্ঞাপন

বাংলাদেশ ইয়ুথ সিনার্জি অ্যালায়েন্স বিক্ষোভের আয়োজন করে। ছবি: সারাবাংলা

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কনভয়ে ২ অক্টোবর ইসরায়েল কর্তৃক নৌকায় হামলা করা হয় ও পরবর্তীতে মানবাধিকার কর্মীদের অপহরণ করে আটক করা হয়েছে। এই আক্রমণ আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং সমুদ্রিক স্বাধীনতার লঙ্ঘন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি মানবিক যাত্রা—যেখানে সহিংসতার কোনো স্থান নেই। এর ওপর হামলা এবং কর্মীদের আটক নিছক একটি দখলদার ইজরা গণহত্যামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা।

আরও বলা হয়, ‘আমরা স্পষ্টত জানাতে চাই যে, ফিলিস্তিনের মানুষ একা নয়। ফ্লোটিলা আমাদের মানবিক দায়বদ্ধতার প্রতীক। দখলদারী শক্তি যতই বাধা দিক, আমরা ন্যায়, মানবতা ও স্বাধীনতার পক্ষে সংহতি প্রকাশ এবং লড়াই চালিয়ে যাব।’

এ সময় তারা ৫টি দাবি উপস্থাপন করেন-

  • গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সুরক্ষা নিশ্চিত করতে হবে।
  • আটককৃত সকল স্বেচ্ছাসেবক ও কর্মীকে মুক্তি এবং অবরোধ ভাঙার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
  • ফিলিস্তিনের নাগরিকদের নিরাপত্তা প্রদান এবং অনতিবিলম্বে গণহত্যা বন্ধ করতে হবে।
  • ইসরায়েলের নিকট অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে উপনিবেশমুক্ত করে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
  • IDF কে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করতে হবে।

সারাবাংলা/এইচআর/এসআর

‘ফ্লোটিলা’ ইসরায়েল প্রতিবাদ বিক্ষোভ হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর