গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে ৪০ টির বেশি বেসামরিক নৌযান ছিল, যার সবকটিই আটক করেছে ইসরায়েল। একইসঙ্গে নৌযানে থাকা বিভিন্ন দেশের নাগরিকদের বেশিরভাগকে আটক করেছে দখলদার বাহিনী। এর প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইয়ুথ সিনার্জি অ্যালায়েন্স। তাদের সঙ্গে পরিবেশ, জলবায়ু, মানবাধিকার, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও শিক্ষা এবং স্বেচ্ছাসেবীসহ প্রায় ৭০টি সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে অংশ নেন। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকার মানিক মিয়া এভিনিউ-এ জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত বিক্ষোভের ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
ছবির গল্প
ফ্লোটিলা আটকে প্রতিবাদ-বিক্ষোভ
সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ২৩:০১
৩ অক্টোবর ২০২৫ ২৩:০১
সারাবাংলা/এইচআই
ইসরায়েল গণহত্যা গাঁজা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ছবির গল্প বাংলাদেশ ইয়ুথ সিনার্জি অ্যালায়েন্স