Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকের ৫ হাজার কর্মকর্তার কর্মবিরতির ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ১৯:৪৩ | আপডেট: ৩ অক্টোবর ২০২৫ ২০:৫০

চট্টগ্রাম ব্যুরো: ইসলামী ব্যাংকে বাধ্যতামূলক ‘নিষ্ক্রিয় করে রাখা’ প্রায় ৫ হাজার কর্মকর্তা সর্বাত্মক কর্মবিরতির ডাক দিয়েছে। ৪০০ কর্মকর্তার চাকরিচ্যুতির প্রতিবাদে তারা রোববার (৫ অক্টোবর) থেকে অফিসে না যাওয়ার ঘোষণা দিয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিয়েছেন একদল কর্মকর্তা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মো. হুমায়ুন সিকদার, এমদাদ হোসাইন ও মো. মোক্তার রসিদ।

তারা জানান, ইসলামী ব্যাংকে কর্মরত চট্টগ্রামের সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা বর্তমানে চরম মানবিক সংকটে আছেন। এর মধ্যে প্রায় ৪০০ জন কর্মকর্তাকে সম্পূর্ণ অন্যায় ও অমানবিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও প্রায় পাঁচ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিস্ক্রিয় অবস্থায় রাখা হয়েছে।

বিজ্ঞাপন

‘এর আগে আমাদের ওপর হামলা হয়েছে, মারধর করা হয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এসব অন্যায় ও নিপীড়নের পরও আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছি।’

কর্মকর্তারা আরও বলেন, ‘এক সপ্তাহেরও বেশিসময় ধরে আমরা বিনা কারণে চাকরিচ্যুত করা কর্মকর্তাদের পুনর্বহাল, প্রহসনমূলক পরীক্ষা বর্জনের জন্য কর্মকর্তাদের শাস্তিমূলক বদলি বন্ধ এবং রাজনীতিমুক্ত কর্মপরিবেশ সৃষ্টির জন্য আন্দোলন করে যাচ্ছি। কিন্তু দুঃখজনকভাবে আমাদের দাবির বিষয়ে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ কিংবা সরকার কোনো পদক্ষেপ নেয়নি।’

এ অবস্থায় সর্বাত্মক কর্মবিরতিতে যেতে বাধ্য হচ্ছেন জানিয়ে কর্মকর্তারা বলেন, ‘আমরা আমাদের দাবির বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে সময় দিয়েছি। কিন্তু এখনো ন্যায়বিচার পাইনি। এজন্য আমরা আগামী রোববার থেকে আর কর্মস্থলে যাব না এবং সর্বাত্মক কর্মবিরতি পালন করব। যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে না, ততদিন পর্যন্ত এই কর্মসূচি বলবৎ থাকবে।’

উল্লেখ্য, দেশের আর্থিক খাতের সবচেয়ে বড় বেসরকারি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৭ সালের ৫ জানুয়ারি নিয়ন্ত্রণে নেয় এস আলম গ্রুপ, যেটি আগে রাজনৈতিক দল জামায়াতে ইসলামী সংশ্লিষ্টদের নিয়ন্ত্রণাধীন ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক আগের পর্ষদ ভেঙে দিয়ে ইসলামী ব্যাংককে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত করে।

এস আলমের বিরুদ্ধে ব্যাংকটির টাকা লুটপাটের পাশাপাশি নিজ এলাকা পটিয়াসহ চট্টগ্রামের লোকদের গণহারে নিয়োগের অভিযোগ ছিল।

নতুন পর্ষদ আসার পর গত ২৭ সেপ্টেম্বর প্রায় সাড়ে ৫ হাজার কর্মকর্তার বিশেষ সক্ষমতা যাচাই পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। পরীক্ষায় অংশ নেওয়া বাধ্যতামূলক বলে জানানো হয়।

এ পরীক্ষার মাধ্যমে এস আলমের আমলে নিয়োগ পাওয়া চট্টগ্রামের কর্মকর্তাদের চাকরিচ্যুতির ফাঁদ পাতার অভিযোগ তুলে তারা পরীক্ষা বর্জন করেন। পরদিন ২৮ সেপ্টেম্বর কর্মস্থলে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেন তারা।

এ অবস্থায় পরীক্ষা বর্জন করা শতাধিক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। বাকিদের কর্মস্থলে নিষ্ক্রিয় করে রেখে হয়রানির মাধ্যমে চাকরি ছাড়তে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সারাবাংলা/আরডি/এসএস

ইসলামী ব্যাংক কর্মকর্তা কর্মবিরতি ঘোষণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর