Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেবে বিএনপি: সালাহউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ২০:৩৩ | আপডেট: ৩ অক্টোবর ২০২৫ ২২:০০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি এখন প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকলেও শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে। তবে চূড়ান্ত অনুমোদন আসবে তফসিল ঘোষণার পর।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন বলেন, ‘বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। অনেক আসনে ১০ থেকে ১২ জন পর্যন্ত প্রার্থী আছেন। নিয়মতান্ত্রিকভাবে যাচাই-বাছাই করে একক প্রার্থী ঠিক করা হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নির্বাচনকেন্দ্রিক জোট গঠনের বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে।’ গণতন্ত্র রক্ষায় দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগের বিষয়ে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে।’ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা করা উচিত।’

প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘বর্তমান সরকারকে মানুষ পাঁচ বছর চায়—এমন কথা তোলার প্রয়োজন ছিল না।’

সারাবাংলা/এফএন/এইচআই

আসনভিত্তিক প্রার্থী বিএনপি সালাহউদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর