ঢাকা: রাজধানীর রমনা পার্কের পিছনের একটি লেক থেকে ওয়াসিমুল হক (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টার টার দিকে লেকের পানি থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে রমনা থানা পুলিশ।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ‘সকালের দিকে ওয়াসিমুল হক নামে ওই ব্যক্তি লেকের ধারে জুতা খুলে রেখে হাত-মুখ ধুচ্ছিলেন। কিছুক্ষণ পর তাকে আর দেখা যায়নি। কিন্তু জুতা গুলো ওপরেই ছিল। অনেক্ষণ পর লেকে ভেসে ওঠে ওই ব্যক্তির মরদেহ। খবর পেয়ে লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠনো হয়। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
এসআই আরও বলেন, ‘প্রথমে অজ্ঞাত অবস্থায় মরদেহটি পাই। পরে সিআইডি ক্রাইমসিন টিমের সহায়তায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। এরপর পরিবারকে খবর দেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ও মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। প্রায় ৩০ বছর ধরে কোনো কাজ করতেন না। অনেক আগে তার স্ত্রী মারা গেছেন। কোনো সন্তান ছিল না। বর্তমানে তিনি মায়ের সঙ্গে নিউ ইস্কাটন গার্ডেনে থাকতেন।’