বেনাপোল: যশোরের বেনাপোল থেকে অপহৃত কিশোর মোটর মেকানিক ইদ্রিস আলী (১৬)-কে তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে অপহরণকারীরা তাকে একটি প্রাইভেটকারে করে এনে যশোর-বেনাপোল মহাসড়কে ফেলে যায়।
ইদ্রিস আলী বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে।
স্বজনরা জানায়, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে কাজে বের হয়ে আর ফেরেনি ইদ্রিস। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির পর পরিবার বেনাপোল পোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
ইদ্রিসের বাবা আজিজুর রহমান জানান, ‘আমার ছেলে গত মাসে অভাবের তাড়নায় বেনাপোল বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ নেয়। এর আগে মেয়র মার্কেট এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে তিনবার মারধর করে। অভিযুক্তদের মধ্যে রয়েছে দিঘিরপাড় গ্রামের রেজওয়ান (মনজুরের ছেলে), হাবিব (বিল্লালের ছেলে), এজাজসহ আরও কয়েকজন।
তিনি আরও বলেন, ‘মঙ্গলবার সকালে সে প্রতিদিনের মতো কাজে বের হয়। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ আমার মেয়ের মোবাইলে ছেলের চোখ বাঁধা অবস্থায় নির্যাতনের ছবি পাঠিয়ে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই।’
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান জানান, ‘ছেলেটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। সুস্থ হলে বিস্তারিত জেনে অপহরণের কারণ জানা যাবে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’