Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, কোনো অনিশ্চয়তা নেই: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট 
৪ অক্টোবর ২০২৫ ০১:১৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে কোনো ধরনের শঙ্কা বা অনিশ্চয়তা নেই।

শুক্রবার (৩ অক্টোবর) মধ্য রাতে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে আমাদের নেতা জনাব তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা সেভাবেই আমাদের নির্বাচনের প্রস্তুতি নেব।’

জাতিসংঘ সফর প্রসঙ্গে তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সফরটি সফল হয়েছে। ফখরুল বলেন, ‘জাতীয় ঐক্য প্রদর্শনের জন্য প্রধান উপদেষ্টা এই সফরে কয়েকটি দলের প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছেন। এটি বাংলাদেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলেছে।’

বিজ্ঞাপন

নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ সমর্থকদের সম্ভাব্য হেনস্তার প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি কোনো বিষয় নয়। বাংলাদেশে অতীতেও এমন ঘটনা ঘটেছে। এ ধরনের সমস্যা তৈরি করা আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতিরই অংশ।’

সারাবাংলা/এফএন/এসএস

অনিশ্চয়তা জাতীয় নির্বাচন ফখরুল ফেব্রুয়ারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর