Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ সাবেক যুবদল নেতার বিরুদ্ধে

লোকাল করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ০২:৩৩

ডিহি ইউনিয়নের বহিষ্কৃত যুবদল নেতা আসাদুল ইসলাম আসাদ। ছবি: সংগৃহীত

বেনাপোল: যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের বহিষ্কৃত যুবদল নেতা আসাদুল ইসলাম আসাদের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামে ঘটনাটি ঘটে। অভিযুক্ত আসাদ গোকর্ণ গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

প্রতিবেশীরা বলেন, অভিযুক্ত আসাদ ওই কিশোরীর বাড়ির পেছনে নিয়মিত বসে থাকত। সে বিভিন্ন সময় তাকে উত্যক্ত করতো। বৃহস্পতিবার সকালে ওই কিশোরীকে একা পেয়ে বাড়ির পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। আসাদ একজন বখাটে ও মাদকাসক্ত ব্যক্তি।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রতিবন্ধী কিশোরী এবং অভিযুক্ত আসাদুল ইসলাম আসাদকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সংবাদ লেখা পযর্ন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর