Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ১০:৩১ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ১০:৩৪

প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে আরমান হোসেন বিজয় (১৯) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৪ অক্টোবর) সকালে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে, শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে একলাশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইসমাইল মেম্বারের বাড়ি সংলগ্ন নতুন ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিজয় মুজিব সড়ক থেকে নুতন ব্রিজের কাছে আসার পথে অজ্ঞাত কয়েকজন লোক তাকে মারধর করে। পরবর্তীতে এলোপাতাড়ি কুপিয়ে ইসমাইল মেম্বারের বাড়ির সামনে ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয়রা ধারণা করছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

বিজ্ঞাপন

বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনজে

কুপিয়ে হত্যা যুবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর