Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোম্পানীগঞ্জে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ১৪:২৮

মৃত আবদুল মালেক।

নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় খাল থেকে আবদুল মালেক (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার গাংচিল গ্রামের ১২ নম্বর স্লুইজগেইট এলাকার খালে এক জেলের জালে মরদেহটি আটকে গেলে তা উদ্ধার করা হয়।

মৃত আবদুল মালেক ওই এলাকার রুস্তম আলীর ছেলে। তিনি শুক্রবার দুপুরে ঘাস কাটতে গিয়ে আর ফিরেননি।

স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায়, শুক্রবার আবদুল মালেক গরুর জন্য খাল পাড়ে ঘাস কাটতে যান। তখন খালে পানি কিছুটা কম ছিল। কিন্তু দুপুরের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে ওই খালে জাফর নামে এক জেলের জালে মালেকের লাশ আটকে গেলে তারা উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, ঘাস ভর্তি বস্তা নিয়ে খাল পার হতে হতে জোয়ারের পানি বেড়ে তিনি খাল পার হতে পারেননি। জোয়ারের পানিতে ডুবে যান।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সারাবাংলা/এসডব্লিউ

বৃদ্ধের মরদেহ উদ্ধার