Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিতকে সরিয়ে ভারতের অধিনায়ক হচ্ছেন গিল

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ১৪:৪৭ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ১৪:৫৯

ভারতের ওয়ানডে দলের নতুন অধিনায়ক হচ্ছেন গিল

টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন আগেই। শুভমান গিল এবার পেতে যাচ্ছেন আরেক ফরম্যাটের দায়িত্ব। আসন্ন অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজের আগে রোহিত শর্মাকে সরিয়ে নেতৃত্বের ভার কাঁধে নিচ্ছেন গিল।

৩৮ বছর বয়সী গিল ওয়ানডে দলের দায়িত্ব পালন করছেন ২০২১ সালের ডিসেম্বর থেকে। ভারতকে ৫৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত। এর মধ্যে ভারত জিতেছে ৪২ ম্যাচে, হার ১২ ম্যাচে। একটি ম্যাচ হয়েছে টাই, একটির ফলাফল আসেনি।

রোহিতের নেতৃত্বে ভারত ২০১৮ ও ২০২৩ সালের এশিয়া কাপ জিতেছে। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপা হাতছাড়া হয়েছে ভারতের। ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফিও ভারত উঁচিয়ে ধরেছে রোহিতের নেতৃত্বেই।

বিজ্ঞাপন

দীর্ঘ ৪ বছর পর অবশেষে বদলে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক। রোহিত-কোহলির অবসরের কথা ভেবেই নতুন অধিনায়ক নিয়োগ দিচ্ছে বিসিসিআই। ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, এই মাসে অস্ট্রেলিয়া সফরেই রোহিতের বদলে দায়িত্ব পেতে যাচ্ছেন গিল।

২৬ বছর বয়সী গিল এরই মধ্যে টেস্ট দলের অধিনায়ক ও টি-২০ দলের সহ-অধিনায়ক। আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ।

সারাবাংলা/এফএম

অধিনায়ক ভারত রোহিত শর্মা শুভমান গিল

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর