Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ পাঁচ জেলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ১৬:১৩ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ১৭:৩৮

ছবি: সংগৃহীত

পটুয়াখালী: মৎস্যবন্দর মহিপুরের পার্শ্ববর্তী ইউনিয়ন ধুলাসারে নতুনপাড়া গ্রামের পাঁচ জেলে মাছ ধরতে গিয়ে সাত দিনেও ফিরে আসেননি। গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ভোরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তারা।

নিখোঁজ জেলেরা হলেন-মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইউম ও ইউনুস। স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়া জেলেরা ওই দিন ভোরে একটি লাল রঙের ফাইবার বোট নিয়ে নতুনপাড়া জেলেঘাট থেকে সমুদ্রে যায়। সাধারণত দুই দিন পরপর তারা তীরে ফেরেন। কিন্তু, এবার আট দিন পেরিয়েও গেলেও তারা ফিরে আসেনি। তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে তাদের পরিবারের দাবি।

নিখোঁজ জেলে মিলন বিশ্বাসের ভাই মুস্তাকিন বিশ্বাস জানান, সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে বোটটি ডুবে যেতে পারে বা ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভেসে থাকতে পারে। বর্তমানে সমুদ্রে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা চলছে বলেও তারা উদ্বেগ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

স্থানীয় জেলেরা জানান, নিখোঁজের ঘটনায় নতুনপাড়া ও আশপাশের এলাকায় শঙ্কা ছড়িয়ে পড়েছে। পরিবারের সদস্যরা রয়েছেন চরম উদ্বেগে। স্থানীয় ইলিশ ব্যবসায়ী সগীর ভুইয়া জানান, ওই নৌকায় তার দাদনের কিছু টাকা বিনিয়োগ ছিল, কিন্তু এখনো তাদের কোনো খবর নেই।

এদিকে বিষয়টি কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলে ওই ব্যবসায়ী উল্লেখ করেন। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে এলেই উদ্ধার অভিযান শুরু করা হবে।

কুয়াকাটা নৌ পুলিশের এসআই মো. মনিরুজ্জামান বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/জিজি

নিখোঁজ ৫ জেলে