Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্ঘটনায় আহত বিএনপির স্বাস্থ্য সম্পাদককে দেখতে গেলেন রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ১৯:০০ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ২১:০৭

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে দেখতে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

ঢাকা: দুর্ঘটনায় পায়ে আঘাতপ্রাপ্ত বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে দেখতে গিয়েছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (৪ অক্টোবর) তার বাসভবনে যান রিজভীসহ বিএনপির নেতারা। রিজভী আহমেদ ডা. রফিকের শারীরিক অবস্থার খোঁজ নেন ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য মাহবুব আনাম স্বপন প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) ডা. রফিক ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে গিয়েছিলেন দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে। সেখান থেকে বিকেলে ঢাকায় ফিরে রাজধানীর শান্তিনগরে চেম্বারে যাওয়ার পথে রোড ডিভাইডার পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হোন ডা. রফিকূল ইসলাম।

বিজ্ঞাপন

পরে তার এমআরআই ও পায়ের এক্স-রে করালে লিগামেন্ট ও টেন্ডনে সমস্যা ধরা পরে। এর পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অর্থপেডিক বিশেষজ্ঞ একদল চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকদের পরামর্শে আপাতত কমপক্ষে তিন সপ্তাহ বিশ্রামে আছেন তিনি।

সারাবাংলা/এফএন/পিটিএম

ডা. রফিকুল ইসলাম বিএনপির স্বাস্থ্য সম্পাদক রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর