Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষতিপূরণ চাইলেন ইছামতির দুই পাড়ের জমির মালিকরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ১৬:৪৯ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ১৭:৪০

সংবাদ সম্মেলনে ইছামতি নদীর দুই পাড়ের জমির মালিকরা। ছবি: সংগৃহীত

পাবনা: পাবনায় ইছামতি নদী খননের মাটি তুলে নদীর দুই পাড়ের ব্যক্তি মালিকানার জমিতে ফেলায় ফসলি জমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নদীটির দুই পাড়ের জমির মালিকরা।

শনিবার (৪ অক্টোবর) দুপুরের আটঘরিয়া উপজেলার চকউগ্রগড় গ্রামে ইছামতী নদীর পাড়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, পাবনায় ইছামতি নদী পূনরুজ্জীবিতকরণ প্রকল্প বাস্তবায়নের নামে ঠিকাদারি প্রতিষ্ঠান নদী থেকে উত্তোলিত মাটি নদীটির তীরে ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি, ফলের বাগান ও বসতবাড়ির পাশে জোরপূর্বক ফেলে রেখেছে। দীর্ঘ সময় এই মাটি ফেলে রাখায় একদিকে যেমন তিন ফসলি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে কয়েক হাজার মানুষের বসতবাড়ি নষ্ট হচ্ছে। তাই ক্ষতিগ্রস্ত জমির মালিকদের যে ক্ষতি হয়েছে, তা পূরণের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ, জেলা প্রশাসন এবং সরকার প্রধানের নিকট ক্ষতিপূরণ দাবি করেন তারা এবং ক্ষতিপূরণ না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভুক্তভোগী আশরাফুল ইসলাম, মো. আব্দুল মজিদ, মো. আজহার, আব্দুল রশিদ, সোনাই মন্ডল, সলিম উদ্দিন প্রমূখ।

সারাবাংলা/জিজি

ইছামতি নদী ক্ষতিপূরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর