রংপুর: জনগণের সেবায় জীবন উৎসর্গের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের মনোনীত এমপি প্রার্থী এটিএম আজহারুল ইসলাম।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাগঞ্জ উপজেলার হারিয়ারকুঠি ইউনিয়ন আয়োজিত এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, আল্লাহর রহমতে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। জীবনের বাকি সময় জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলায় ফাঁসিয়ে মৃত্যুদণ্ডের ষড়যন্ত্র করেছিলেন। তবে, আল্লাহর কৃপায় তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা এখন দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। ক্ষমতায় থাকাকালীন তিনি দাম্ভিকভাবে বলেছিলেন, এই দেশ নাকি তার বাবার, তিনি কখনো পালাবেন না। অথচ আজ তিনিই ভারতে আশ্রয় নিয়েছেন।
তিনি জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো এবং গুম-খুনের ঘটনার জন্য শেখ হাসিনার শাসনামলকে দায়ী করেন। তিনি বলেন, শেখ হাসিনা শাসনামলে দেশে কত গুম-খুন হয়েছে, তার কোনো হিসাব নেই।
আজহারুল ইসলাম ভোটারদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে আমাকে ভোট দিন। আমাকে একবার নির্বাচিত করুন, আমি আপনাদের আমানতের খেয়ানত করব না। আল্লাহ যতদিন জীবন দেবেন, তা জনগণের সেবায় উৎসর্গ করব। নিজেকে এতিম ও বৃদ্ধ উল্লেখ করে তিনি বলেন, আপনারা পাশে থাকলে আমি কখনো নিজেকে এতিম ভাববো না।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির এস এম আলমগীর হোসেন। ইউনিয়ন ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।