Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসামি ছিনিয়ে নিল চাঁদাবাজরা, হামলায় আহত পুলিশ কর্মকর্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ১৭:৩১ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ১৮:০৭

আহত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

নরসিংদী: নরসিংদী পৌর এলাকার আরশীনগর মোড়ে অটোরিক্সা, সিএনজিসহ পরিবহন চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় দুইজনকে আটক করে পুলিশ। এসময় পুলিশের উপর হামলা করে চাঁদাবাজদের ছিনিয়ে নেয় সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র। হামলায় আহত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন।

শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভুক্তভোগী নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন।

পুলিশ ও হাসপাতালের চিকিৎসক থেকে জানা যায়, শনিবার সকালে নরসিংদী সদর সার্কেল আনোয়ার হোসেনের নেতৃত্বে আট পুলিশ সদস্য নিয়ে নরসিংদী সদর উপজেলার বীরপুর এলাকায় একটি মরদেহ উদ্ধারের ঘটনাস্থলে পরিদর্শনে যান। ঘটনাস্থল থেকে ফেরার পথে দেখেন আরশীনগর মোড়ে অটোরিক্সা ও সিএনজি থেকে চাঁদা তোলা হচ্ছে। এ সময় পুলিশ দুইজনকে হাতেনাতে আটক করলে পেছন থেকে অর্ধশত চাঁদাবাজ একযোগে হামলা চালায়। এসময় তারা আনোয়ার হোসেনের ঘাড়, পা-সহ বিভিন্ন স্থানে আঘাত করে আটকদের ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় আরও কয়েকজন পুলিশ সদস্য কিল-ঘুষিতে আহত হন। পরে আহত অতিরিক্ত পুলিশ সুপারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা: ফরিদা গুলশানা কবির বলেন, ‘নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন আমাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তার ঘাড়ে, পায়ে রক্ত জমে গেছে। আমরা কয়েকটি পরীক্ষা দিয়েছি এবং তাকে হাসপাতালে ভর্তি করার অনুরোধ জানানো হয়েছে।’

অটোস্ট্যান্ড ইজারাদার আলমগীর হোসেন মুঠোফোনে জানান, পুলিশের উপর হামলার কোনো ঘটনা ঘটেনি। পৌর নিয়ম-নীতি ও বৈধ ইজারার শর্ত মেনে টাকা তোলার সময় পুলিশ বাধা দেওয়ায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে শুনেছি। পুলিশের উপর হামলার ঘটনা মিথ্যা, ভিত্তিহীন।

সারাবাংলা/জিজি

আহত চাঁদাবাজ পুলিশ কর্মকর্তা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর