Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নগদ সহায়তার সামাজিক ৬ কর্মসূচি পর্যালোচনা করবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ১৮:৫২ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ১৯:৩৬

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: চলমান সামাজিক নিরাপত্তার আওতায় প্রদেয় নগদ সহায়তা কর্মসূচিগুলো পর্যায়ক্রমিক পর্যালোচনার (পিরিয়ডিক রিভিউ) সিদ্ধান্ত নিয়েছে সরকার। পর্যালোচনার ক্ষেত্রে ‘কনজ্যুমার প্রাইস ইনডেক্স’ (সিপিআই) বেঞ্চমার্ক অর্থনৈতিক সূচক হিসেবে ব্যবহৃত হবে। এ পর্যালোচনার মাধ্যমে নগদ ভাতা কিংবা সহায়তার হার বাড়ানো, কমানো কিংবা অপরিবর্তিত রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ‘সামাজিক নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি/উপদেষ্টা পরিষদ কমিটি’-কে সহযোগিতা করা হবে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ-এর বাজেট অনুবিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

পরিপত্রে বলা হয়েছে, চলমান ৬টি নগদ ভাতা/সহায়তা প্রদান কর্মসূচি এ পর্যালোচনার আওতায় আসবে। এগুলো হচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ৪টি কর্মসূচি, যথা- ‘বয়স্ক ভাতা কার্যক্রম’, ‘বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কার্যক্রম’, ‘প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি কার্যক্রম’ ও অনগ্রসর জনগোষ্ঠীগুলোর জীবনমান উন্নয়ন কার্যক্রম’;
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচি’।

জানা যায়, চলতি বাজেটে বয়স্ক ভাতা কর্মসূচির আওতায় মোট ৬১ লাখ উপকারীভোগী মাসিক ৬৫০ টাকা করে ভাতা পাচ্ছেন। এ খাতে বরাদ্দ রয়েছে চার হাজার ৭৯১ কোটি ৩১ লাখ টাকা। বিধবা ও স্বামী নিগৃহীতা কার্যক্রমের আওতায় মাসিক ৬৫০ টাকা হারে মোট ২৯ লাখ জন ভাতা পাচ্ছেন। ৩২ লাখ ৩৪ হাজার প্রতিবন্ধী প্রতি মাসে ৯০০ টাকা করে ভাতা পাচ্ছেন। এছাড়া অনগ্রসর ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বেশ কিছু সংখ্যক বিভিন্ন হারে ভাতা পেয়ে আসছেন।

অর্থ বিভাগ সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে মূল্যস্ফীতির কারণে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো প্রদেয় ভাতার ক্রয়ক্ষমতা কমে যাওয়ার কারণে তা পর্যালোচনা করার প্রস্তাব এসেছে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর পক্ষ থেকে। বিশেষত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) একটি ঋণ কর্মসূচির আওতায় ক্যাশভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচি পদ্ধতিগতভাবে সময় সময়ে রিভিউ করার একটি শর্ত রয়েছে। এক্ষেত্রে সিপিআই ব্যবহার করলে ভাতার ক্রয়ক্ষমতা মুদ্রাস্ফীতির কারণে ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করছে সরকার।

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

সূত মতে, বর্তমানে সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতাভুক্ত মোট কর্মসূচি ৯৫টি। এর মধ্যে ক্যাশভিত্তিক কর্মসূচি রয়েছে ২১টি। প্রাথমিকভাবে ছয়টি কর্মসূচি পর্যালোচনা করা হলেও পরে অন্যগুলোও এর আওতায় আনা হবে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো পর্যালোচনার জন্য অর্থ বিভাগের সামষ্টিক-১ অনুবিভাগের অতিরিক্ত সচিবকে সভাপতি এবং বাজেট-৯ শাখার শাখা কর্মকর্তাকে সদস্য সচিব করে একটি আন্তঃমন্ত্রণালয় কার্যকরী কমিটি গঠনের কথা বলা হয়েছে। এ কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, সাধারণ অর্থনীতি বিভাগ এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব পর্যায়ের একজন কর্মকর্তা, উল্লেখিত ৬টি সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর পরিচালক এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের একজন পরিচালক থাকবেন। প্রয়োজনে আরও একাধিক সদস্য নেওয়া যাবে।

পরিপত্রে বলা হয়, এ কার্যকরী কমিটি বছরে ন্যূনতম একবার ভাতার হার রিভিউ করে এর সুপারিশ সম্বলিত প্রতিবেদন সামাজিক নিরাপত্তা সংক্রান্ত মন্তিসভা কমিটি/উপদেষ্টা পরিষদ কমিটির কাছে উপস্থাপনের জন্য অর্থ সচিব বরাবর দাখিল করবে।

প্রসঙ্গত: চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ১৬ হাজার ৭৩১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি মোট বাজেটের ১৪ দশমিক ৭৮ শতাংশ এবং মোট দেশজ উৎপাদন (জিডিপি) এর ১ দশমিক ৮৭ শতাংশ।

সারাবাংলা/এসআর

অর্থ বিভাগ নগদ সহায়তার ৬ সামাজিক কর্মসূচি পর্যায়ক্রমিক পর্যালোচনা