Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মদপানে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ১৯:০৫

ব্রাহ্মণবাড়িয়া: জেলার বিজয়নগর উপজেলায় অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) ভোর ৫টায় উপজেলার ইচ্ছাপুরা ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মির্জাপুর গ্রামের কুকিল মালাকারের ছেলে শ্রীনিবাস মালাকার (৭৫) ও সুধাংশু দাসের ছেলে সৌরভ দাস (২৩)।

চিকিৎসাধীন তিনজন হলেন—শ্রীনিবাস মালাকারের ছেলে অজিত মালাকার (৩৫), সুভাষ মালাকারের ছেলে সুমন মালাকার (৩০) ও শংকর মালাকারের ছেলে ঝন্টু মালাকার (৪৫)। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর দুর্গাপূজার দশমীর রাতে তারা একসঙ্গে অতিরিক্ত পরিমাণে মদপান করেন। দুইদিন পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।

তবে নিহতদের পরিবারের দাবি, তারা মদপান করেননি এবং স্বাভাবিকভাবেই তাদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা অ্যালকোহল জাতীয় পানীয় পান করেছিলেন। তবে, মৃত্যুর সঠিক কারণ জানতে মেডিকেল রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।”

সারাবাংলা/এসডব্লিউ

মদপানে মৃত্যু

বিজ্ঞাপন

বাগদান সারলেন রাশমিকা–বিজয়
৪ অক্টোবর ২০২৫ ১৮:৪২

আরো

সম্পর্কিত খবর