Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ১৮:৫৯ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ২১:০৭

অস্ত্র ও গুলিসহ আটক সোয়াদ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ সোয়াদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার কেশবপুর পূর্বপাড়ায় পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।

সোয়াদ ওই এলাকার স্থায়ী বাসিন্দা মরহুম জসিমের ছেলে।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ২টা ১৫ মিনিট থেকে শনিবার সকাল ৬টা ১৫মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এসময় সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে সোয়াদের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়। এ সময় জব্দ করা হয় একটি শটগান, পাঁচ রাউন্ড গুলি, নয়টি ধারালো দেশীয় অস্ত্র ও একটি ঢাল।

বিজ্ঞাপন

সেনাবাহিনী জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোয়াদ অবৈধ অস্ত্র মজুদের কথা স্বীকার করেছে। পরে তাকে আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

সারাবাংলা/জিজি

অস্ত্র ও গুলি যুবক আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর