Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত ৩

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ১৯:২৩ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ২১:০৭

শনিবার দুপুরে চট্টগ্রামে কর্ণফুলী টানেলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় -ছবি : সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে কর্ণফুলী টানেলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তিনজন আহত হয়েছেন। এতে টানেলের অভ্যন্তরেও ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে নগরীর পতেঙ্গা থেকে টানেল অতিক্রম করে আনোয়ারা যাবার পথে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর ২টার দিকে নগরীর পতেঙ্গা থেকে আনোয়ারার দিকে যাবার সময় নির্ধারিত গতিসীমার অতিরিক্ত দ্রুতগতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি কাত হয়ে পড়ে যায়। এতে টানেলের ভেতরে বিদ্যুৎ সরবরাহ লাইন ও ডেকোরেটিভ বোর্ডের ক্ষতি হয়েছে। এসময় বাসের যাত্রীসহ সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কর্ণফুলী টানেল সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. নাছির উদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী, আহত তিনজনকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত করে চিকিৎসক জানিয়েছেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনাকবলিত গাড়িটি টানেলের ভেতর থেকে উদ্ধার করে টোল প্লাজায় নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান।

সারাবাংলা/আরডি/এসআর

কর্ণফুলী টানেল যাত্রীবাহী বাস সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর