Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে সানায়ে তাকাইচি

আন্তর্জাতিক ডেস্ক
৪ অক্টোবর ২০২৫ ১৯:৩২ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ২১:০৭

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নবনির্বাচিত প্রধান সানায়ে তাকাইচি। ছবি: সংগৃহীত

জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সানায়ে তাকাইচি-কে তাদের নতুন নেতা হিসেবে নির্বাচিত করেছে। এর ফলে ৬৪ বছর বয়সী তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে চলেছেন।

শনিবার (৪ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

তাকাইচি ক্ষমতাসীন দলের ডানপন্থী এবং অধিক রক্ষণশীল প্রার্থীদের মধ্যে অন্যতম। তিনি একজন প্রাক্তন সরকারি মন্ত্রী, টিভি উপস্থাপক এবং একজন হেভি মেটাল ড্রামার হিসেবে জাপানের রাজনীতিতে সুপরিচিত। তবে তিনি একইসঙ্গে বেশকিছু বিষয়ে বিতর্কিতও হয়েছেন।

তাকে এখন অনেকগুলো চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। এর মধ্যে রয়েছে স্থবির অর্থনীতি এবং ক্রমাগত মুদ্রাস্ফীতি ও মজুরি স্থবিরতার কারণে ধুঁকতে থাকা সাধারণ পরিবারগুলোর সমস্যা। এ ছাড়াও, তাকে যুক্তরাষ্ট্র-জাপান সম্পর্কের অস্থিরতা সামাল দিতে হবে এবং পূর্ববর্তী সরকারের করা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সই করা শুল্ক চুক্তিটি কার্যকর করতে হবে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী হিসেবে নিশ্চিত হলে, তাকাইচির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হবে দলে ঐক্য ফিরিয়ে আনা। গত কয়েক বছর ধরে কেলেঙ্কারি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলটি টালমাটাল অবস্থায় আছে।

গত মাসে প্রধানমন্ত্রী শিগোরু ইশিবা নির্বাচনে ধারাবাহিক পরাজয়ের পর পদত্যাগের ঘোষণা দেন। তিনি এক বছরের সামান্য বেশি সময় ক্ষমতায় ছিলেন। এই পরাজয়ের ফলে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির জোট পার্লামেন্টের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারায়।

টোকিওর টেম্পল ইউনিভার্সিটির এশিয়ান স্টাডিজের পরিচালক অধ্যাপক জেফ কিংস্টন বিবিসিকে জানান, তাকাইচির পক্ষে দলের অভ্যন্তরীণ বিভেদ নিরাময়ে খুব বেশি সফল হওয়ার সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, ‘তাকাইচি এলডিপি-এর কট্টরপন্থী গোষ্ঠীর সদস্য। এই গোষ্ঠীর বিশ্বাস, এলডিপি-এর সমর্থন কমে যাওয়ার কারণ হলো তারা তাদের ডানপন্থী অবস্থান থেকে দূরে সরে গিয়েছিল।’

অধ্যাপক কিংস্টন মনে করেন, ‘জাতীয় নির্বাচনে গেলে তিনি ডানপন্থী ভোটারদের সমর্থন পুনরুদ্ধার করার জন্য একটি ভালো অবস্থানে আছেন, তবে তা বৃহত্তর জনপ্রিয়তার বিনিময়ে হবে।’

সারাবাংলা/এইচআই

জাপান প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি