Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর

স্টাফ করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ২০:১১ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ২১:০৭

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে শনিবার সন্ধ্যায় দেশে ফিরলেন গণঅধিকার পরিষদ-এর সভাপতি নুরুল হক নুর – ছবি : সংগৃহীত

ঢাকা: সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদ-এর সভাপতি নুরুল হক নুর।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

গণঅধিকার পরিষদ-এর সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, শারীরিক জটিলতার কারণে নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সেখান থেকে ১২ দিনের চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে আসেন।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতের একটি ঘটনায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। ওই ঘটনায় নুরুল হক নুর গুরুতর আহত হন; তার মাথায় আঘাত লাগে এবং নাকের হাড় ভেঙে যায়। প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়। ঢামেকে তিনি প্রায় ১৮ দিন চিকিৎসা গ্রহণ করেন।

বিজ্ঞাপন

শারীরিক কিছু জটিলতা থাকায় মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করেন। দেশে ফেরার পর তাকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা বিমানবন্দরে স্বাগত জানান।

সারাবাংলা/এফএন/এসআর

গণঅধিকার পরিষদ-এর সভাপতি নুরুল হক নুর দেশে ফিরলেন