খুলনা: খুলনায় বাবা লিটন খানকে হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও ছেলের বউ চাঁদনীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার দিবাগত রাতে তাদের ঢাকার পল্লবী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ওসি জানান, বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গত ২ অক্টোবর খুলনা মহানগরীর বসুপাড়া বাঁশতলায় এই হত্যাকাণ্ডটি ঘটে।