Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে বালু উত্তোলন নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, গোলাগুলি

স্টাফ করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ২৩:২৩ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ০৮:৫৩

লক্ষ্মীপুরে বালু উত্তোলন নিয়ে ২ পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর: জেলার রামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার করপাড়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, তাদের একপক্ষ সদরের চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের, অন্যপক্ষ করপাড়া এলাকার। তবে, তাদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, আমতলী এলাকায় বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিন ধরে দুইপক্ষের বিরোধ চলছিল। ঘটনার দিন একপক্ষ বালু তুলতে গেলে অপরপক্ষ বাধা দেয়। এ নিয়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তরা গুলি চালায়। এ সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা দু’টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গুলিবর্ষণে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এলাকাবাসীর অভিযোগ, ‘পিচ্চি নিশান’ নামে এক ব্যক্তির নেতৃত্বে কিছু দুষ্কৃতকারী ঘটনাটি ঘটিয়েছে। তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।

রামগঞ্জ মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজউদ্দীন বলেন, ‘বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুলিবর্ষণের বিষয়টি স্থানীয়দের কাছ থেকে শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনার প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর