সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় ইজারাবিহীন চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিচড়া গ্রামে বাংলাবাজার-বোগলাবাজার সড়কের পাশে চিলাই নদীর ভোলাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ।
সাজাপ্রাপ্তরা হলেন- বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মিলন মিয়া (২৭) ও লাল মিয়ার ছেলে ফালান মিয়া (২৫)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলন করায় চিলাই নদীর বালিচড়া এলাকা থেকে ২ জনকে আটক করে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ২টি হ্যান্ড ট্রলিসহ বালু জব্দ করা হয়।’