Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ বিভাগে ভারী বর্ষণের সতর্কতা, ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ০৯:১৫

বৃষ্টি। প্রতীকী ছবি।

ঢাকা: দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত এই তিন বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

অন্যদিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার (৫ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ ডিগ্রি এবং আজ সর্বনিম্ন ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে উত্তরের কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিও দেখা দিতে পারে।

আগামী সোমবার (৬ অক্টোবর) পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টির তীব্রতা ও ব্যাপ্তি কিছুটা কমবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী মঙ্গলবার সকাল পর্যন্ত তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি বাড়তে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এছাড়া ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভোগাই-কংস নদীর পানিও সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

সারাবাংলা/এফএন/এনজে

ভারী বর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর