Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবল বৃষ্টিতে রংপুরে জলাবদ্ধতা, আকস্মিক ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত

রাব্বী হাসান সবুজ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১২:৪৬ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ১৪:৫৫

রংপুরের কিছু কিছু এলাকার সড়কে জমেছে পানি। ছবি: সারাবাংলা

রংপুর: রংপুরে শনিবার (৪ অক্টোবর) রাত থেকে শুরু হওয়া হালকা বৃষ্টি গভীর রাতে তীব্র আকার ধারণ করলে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অন্যদিকে আকস্মিক ঝড়ের কারণে কয়েকটি এলাকায় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

নগরীর প্রধান সড়কগুলোতে জমে থাকা পানি যান চলাচল ও পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী কর্মজীবীদের পানি ডিঙিয়ে গন্তব্যে পৌঁছাতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কিছু এলাকায় জমে থাকা পানিতে ছোটখাটো দুর্ঘটনার খবর পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে পিচ্ছিল সড়কে পথচারীদের পড়ে যাওয়া এবং যানবাহনের নষ্ট হয়ে যাওয়া।

বিজ্ঞাপন

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত রংপুরে ৬১.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা রাকিব হোসেন বলেন, এই অবিরাম বৃষ্টি নগরীর নিম্নাঞ্চল ও প্রধান সড়কগুলোতে পানি জমে যাওয়ার মূল কারণ। প্রতি বছর বর্ষায় এই সমস্যা হয়। নালা পরিষ্কার না করায় পানি নামতে দেরি হয়। আমরা অফিসে যেতে পারছি না, শিশুরা স্কুলে যেতে ভয় পাচ্ছে।

ছবি: সারাবাংলা

শারমিন আক্তার নামে এক অভিভাবক বলেন, পানির মধ্যে দিয়ে স্কুলে যাওয়া ঝুঁকিপূর্ণ। প্রশাসনের উচিত এই সমস্যার স্থায়ী সমাধান করা।

রংপুর সিটি করপোরেশনের এক কর্মকর্তা জানান, জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে নালা পরিষ্কারের কাজ শুরু হয়েছে।

তবে স্থানীয়রা অভিযোগ করেন, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে এই সমস্যা বারবার ফিরে আসে। নালা-নর্দমার সঠিক রক্ষণাবেক্ষণের অভাব এবং আবর্জনা জমে থাকায় জলাবদ্ধতার সমস্যা আরও তীব্র হয়েছে।

এদিকে গঙ্গাচড়া উপজেলার নোহালী, আলমবিদিতর ও টেপা দলিলাম এলাকায় আকস্মিক ঝড়ের তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ের গতিবেগ এতটাই প্রবল ছিল যে অনেক কাঁচা ঘরের টিনের চাল উড়ে গেছে এবং কিছু পাকা বাড়ির দেয়াল ধসে পড়েছে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

আরও পড়ুন- ৩ বিভাগে ভারী বর্ষণের সতর্কতা, ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিন হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে, যা জলাবদ্ধতার সমস্যাকে আরও জটিল করতে পারে।

সারাবাংলা/ইআ

ঘরবাড়ি বিধ্বস্ত রংপুরে জলাবদ্ধতা রংপুরে প্রবল বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর