Tuesday 25 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস তল্লাশি নিয়ে ড্রাইভারকে মারধর, বেনাপোলে সড়ক অবরোধ

লোকাল করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১২:৪৮

ড্রাইভারকে মারধর করার প্রতিবাদে সব শ্রমিক এক হয়ে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করেন।

বেনাপোল: যশোর-বেনাপোল মহাসড়কে আমড়াখালী বিজিবি চেকপোষ্টে সোহাগ পরিবহন বাসের তল্লাশির সময় মো. অপু নামে এক ড্রাইভারকে মারধর করার প্রতিবাদে সব শ্রমিক এক হয়ে মহাসড়ক অবরোধ করেছে।

রোববার (৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে এই ঘটনা ঘটে।

ড্রাইভার অপু জানান,বেনাপোল কাউন্টার থেকে গাড়িটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর যশোর-বেনাপোল মহাসড়কে আমড়াখালী বিজিবি চেকপোষ্টে গাড়ি তল্লাশির সময় বিজিবির এক জোয়ার তাকে মারধর করে।

তিনি বলেন, ‘ঘটনাটি জানাজানি হলে শ্রমিকরা এসে রাস্তায় গাড়ি আড় করে দেন। আমি ওই বিজিবি কর্মকর্তার শাস্তি চাই।’

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী সুবেদার মাহবুব বলেন, ‘ড্রাইভারকে মারধর করার ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি থানায় বসে মিটমাটের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন