Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনতে নির্বাচন প্রয়োজন: আমীর খসরু

স্টাফ করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৩:১৪ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ১৫:৩২

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দলটির অনান্য নেতারা। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ডেমোক্র্যাটিক অর্ডার ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

রোববার (৫ অক্টোবর) সকালে গুলশান চেয়ারপার্সন অফিসে ঢাকাস্থ জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাতে উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং আবাসিক সমন্বয়কারী অফিসের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান।

আমীর খসরু বলেন, “আজকের আলোচনায় দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক উন্নয়নের বিষয় নিয়ে কথা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হয়েছে। রোহিঙ্গারা মানবিক সংকটের মধ্যে জীবন যাপন করছে। তাদের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। তাদের জন্য কি করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে।”

বিজ্ঞাপন

তিনি বিশেষভাবে ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসকে স্বীকৃতি জানান। আমীর খসরু বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় লুইস দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বর্তমানে তার কাজের মেয়াদ শেষ, আমরা বিএনপির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

সারাবাংলা/এফএন/ইআ

আমীর খসরু গণতান্ত্রিক ব্যবস্থা