Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদার করতে এনবিআরের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৩:২৬ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ১৫:১২

ঢাকা: মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদার করতে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাঁকি দেয়া রাজস্ব পুনরুদ্ধার কার্যক্রমকে অধিকতর বেগবান করে কর ফাঁকি প্রতিরোধের মাধ্যমে রাজস্ব আদায় বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড মাঠ পর্যায়ের কর অঞ্চলসমূহের ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন সেল (আইআইসি) এর কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশ দিয়েছে।

এতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর অডিট, ইন্টেলিগেন্স এন্ড ইনভেস্টিগেশন) এর দফতর থেকে জারিকৃত উক্ত নির্দেশনায় প্রতিটি কর অঞ্চল কর্তৃক ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন টিম গঠন, টিমগুলোর কার্য পদ্ধতি, টিমের সুপারিশ প্রণয়নের ভিত্তি এবং ফাঁকি দেয়া কর পুনরুদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য কমিটির অনুমোদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা রয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন প্রকারের গোয়েন্দা তথ্য, কর ফাঁকির অভিযোগ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত তথ্য, আয়কর নথি ও বিভিন্ন রেজিস্টারে ঘষা-মাজা বা কাটা-ছেঁড়া, অস্বাভাবিক পরিমাণ করমুক্ত আয় প্রদর্শন, করযোগ্য আয় এবং পরিশোধিত করের তুলনায় সম্পদ বিবরণীতে অস্বাভাবিক পরিমাণ নীট সম্পদ প্রদর্শন ইত্যাদি ক্ষেত্রে সংশ্লিষ্ট টিম ইনভেস্টিগেশন করবে। ইনভেস্টিগেশন পর্যায়ে কর ফাঁকির সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত পাওয়া গেলে সংশ্লিষ্ট টিম রাজস্ব পুনরুদ্ধার কার্যক্রম গ্রহণের লক্ষ্যে
ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন কমিটির অনুমোদনের জন্য প্রতিবেদন দাখিল করবে। রাজস্ব ফাঁকির সুস্পষ্ট তথ্য-উপাত্ত থাকলে সংশ্লিষ্ট কর কমিশনারেটের ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন কমিটি রাজস্ব পুনরুদ্ধারের আইনি কার্যক্রম গ্রহণের জন্য অনুমোদন প্রদান করবে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি কর কমিশনারেটকে মাসিক ভিত্তিতে নির্ধারিত ছকে তথ্য-উপাত্ত সন্নিবেশ করে ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন কার্যক্রম থেকে সৃষ্ট অতিরিক্ত দাবি এবং অতিরিক্ত কর আদায়ের বিস্তারিত তথ্য পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডে পাঠাতে হবে।

ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন সেল (আইআইসি) এর কার্যক্রম জোরদার করার মাধ্যমে ফাঁকি দেয়া রাজস্ব পুনরুদ্ধার সম্ভব হবে, কর ফাঁকি দেয়ার প্রবনতা হ্রাস পাবে এবং সুষ্ঠু কর সংস্কৃতির বিকাশ লাভ করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আশাবাদ বৗ্যক্ত করেছে এনবিআর।

সারাবাংলা/ইএইচটি/এসআর

এনবিআর মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর