Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক কর্মকর্তাদের মনের প্রশিক্ষণ খুব গুরুত্বপূর্ণ: অর্থ উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৪:৫৭ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ১৫:৪৯

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: ব্যাংক খাতের কর্মকর্তাদের শুধু প্রশিক্ষণ যথেষ্ট নয়- বলে মনে করছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তার মতে, তাদের মনের প্রশিক্ষণও খুব গুরুত্বপূর্ণ।

শনিবার ( ৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেড-এর ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন অভিমত ব্যক্ত করেন।

অর্থ উপদেষ্টা বলেন, প্রশিক্ষিত কিন্তু অসৎ মানুষ অনেক সময় অপ্রশিক্ষিত মানুষের চেয়ে বেশি ক্ষতি করতে পারে।

নিয়ন্ত্রক সংস্থা ও নীতিনির্ধারণে কিছু ঘাটতি আছে- উল্লেখ করে তিনি বলেন, মাত্র ১৪ মাসে আগের সব ভুল শুধরে ফেলা কঠিন। তাই জনগণের ধৈর্য দরকার। আমরা চেষ্টা করছি আগামী কয়েক মাসে কিছু মৌলিক সংস্কার কার্যকর করতে। যদি নিজেদের দায়িত্ব না বুঝি, জনগণই আমাদের জবাবদিহিতার মুখোমুখি করবে- ইতিহাস তা প্রমাণ করেছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, আগামী তিন-চার মাসের মধ্যে আমাদের জন্য আরও চ্যালেঞ্জ আসবে। আমাদের অন্তত চেষ্টা করতে হবে- যাতে পরবর্তী সরকারের জন্য একটি কার্যকর পদচিহ্ন রেখে যাওয়া যায়। আর তারা যদি পদচিহ্ন অনুসরণ না করেন, তাহলে জনগণই তাদের রাস্তায় নামিয়ে আনবে। ইতিহাসের আবারও পুনরাবৃত্তি হতে পারে।

ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেড-এর চেয়ারম্যান মামুন রশীদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং সমাপনী বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ও ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেড-এর পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ।

সারাবাংলা/এসআর

অর্থ উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর