Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে স্বাস্থ্য কর্মীদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৫:৩০

স্বাস্থ্য কর্মীদের কর্মবিরতি।

নরসিংদী: নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে কর্মবিরতি পালন করছে নরসিংদীর স্বাস্থ্য সহকারীরা।

রোববার (৫ অক্টোবর) ৫ম দিনের মতো নরসিংদী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণসহ জেলার ৬ উপজেলার ৭২টি ইউনিয়নের প্রায় ৩ শতাধিক স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট পদের কর্মীরা টিকাদান সহ অন্যান্য সেবা বন্ধ রেখে এই জেলায় কর্মবিরতি পালন করছেন।

এ সময় তারা বলেন, ১৯৯৮ সালে তৎকালীন সরকার তাদের দাবিকৃত ৬ দফা মেনে নিলেও এখন পর্যন্ত এটার কোনো ফলাফল পাওয়া যায়নি। দীর্ঘ বছর চাকুরি জীবনে বেতন বৃদ্ধি না হওয়াসহ বেতন বৈষম্য ও অন্যান্য সমস্যা তুলে ধরেন তারা। দাবি না মানলে আমরণ অণশনের হুশিয়ারিও দেন তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

কর্মবিরতি স্বাস্থ্য কর্মী