Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৫ দফা বাস্তবায়ন না হলে দেশ স্বৈরাচারী ব্যবস্থার দিকে ফিরে যাবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৫:১৩ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ১৬:২৮

বক্তব্য দিচ্ছেন মতিউর রহমান আকন্দ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, যদি জুলাই সনদ ঘোষিত না হয়, এর যদি আইনি ভিত্তি না থাকে, তাহলে বর্তমান সরকারের ৪২৪ দিনের রাষ্ট্র পরিচালনা অবৈধ হয়ে যাবে।‘

রবিবার (৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত জুলাই সনদেরভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ময়মনসিংহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘৫ দফা বাস্তবায়ন না হলে বাংলাদেশে আবার স্বৈরাচারের পুনরুত্থান হবে, দেশ স্বৈরাচারী ব্যবস্থার দিকে ফিরে যাবে। ১০০ পারসেন্ট ভোটের পার্লামেন্ট হতে হবে। ৪০ পারসেন্ট ভোটাররা রাষ্ট্র চালাবেন এটাকে পিউর ডেমোক্রেসি বলতে পারছি না। এর জন্যে আগামীতে পিআর সিস্টেমে নির্বাচন চাচ্ছি। এই নির্বাচন হলে কালোটাকার ব্যবহার, কালোবাজারি, মাস্তানি, কেন্দ্র দখল আর ভোট বাণিজ্য বন্ধ হবে।’

বিজ্ঞাপন

মহানগর জামায়াতের আমীর কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সহকারি সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, আনোয়ার হাসান সুজন, খন্দকার আবু হানিফ ইঞ্জিনিয়ার আব্দুল বারিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ
১১ ডিসেম্বর ২০২৫ ১০:১৬

আরো

সম্পর্কিত খবর