টাঙ্গাইল: ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টা দীপ্তি’-এই স্লোগানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি আদালত চত্তর সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।
এ সময় তিনি বলেন, শিক্ষকদের হাতেই গড়ে উঠে জাতির ভবিষ্যৎ। তাই তাদের মর্যাদা রক্ষা ও দক্ষতা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষকদের দায়িত্ব আরো বেড়েছে। তাই শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় গড়ে তুলতে সকল শিক্ষকদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইটি) সঞ্জয় কুমার মহস্ত, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন, বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।