বগুড়া: জেলার সাতমাথায় আজ বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক কর্মচারী ইউনিয়নের চাকরিচ্যুত শ্রমিকদের কাজের পুনর্বহালসহ অন্যান্য দাবিতে বেকারি এন্ড কনফেকশনারি সংগঠনের সভাপতি একরাম হোসেনের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বগুড়া জেলা বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক কর্মচারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের চাকুরিচ্যুত শ্রমিকদের কাজের পুনর্বহালসহ বকেয়া বেতন পরিশোধ, এক মাস সমতুল্য ঈদ বোনাস প্রদান এবং বকেয়া বেতন পরিশোধ শ্রমিকদের ওপর মালিক কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবিব ফিরোজের সঞ্চালনায় সংগঠনের সব দাবির ওপর বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ রাঙ্গা।
এ সময় আরও বক্তব্য দেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব লিটন শেখ বাঘা, বগুড়া জেলা জাগপা সভাপতি মোখলেছুর রহমান ও মীর ওসমান আলী শুভ শেখ, বগুড়া পৌরসভার শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ পেস্তা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শ্রমিন নেতা আল আমিন, বগুড়া মূদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, সহ সভাপতি গুলজার হোসেন, হোটেল রেস্তরাঁ শ্রমিক নেতা, আসাদ মিয়া, শ্রমিক ফ্রন্ট এর সভাপতি সাইফুজ্জামান টুটুল, বাসত নেত্রী দিলরুবা আক্তার নুরী, মাবনবাধীকার নেতা—ফজলে রাব্বী ডলার, বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক নেতা—শাহিনুর রহমান সুমন, মুকুল মিয়া, নজরুল হক, এরশাদ আলী, শহিদুল ইসলাম, দুখু মিয়া, গোলাম মোস্তফা, হেলাল, শরিফুল ইসলাম, একরামুল হক, সামিউল,মুনসহ অন্যান্যরা।