কুমিল্লা: কুমিল্লায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন টিকাদানের বিষয়ে মূল উপস্থাপনা তুলে ধরেন ডব্লিউএইচওর কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার এসআইএমও ডা. সুবল চন্দ্র সাহা।
সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নুর বশির টিকাদান নিয়ে কুমিল্লা জেলার টিকাদান নিয়ে নির্দেশনা মূলক বক্তব্যে সার্বিক চিত্র তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় ৯ মাস বয়স থেকে ১৫ বছর পর্যন্ত শিশুদের এ টিকা খাওয়ানো হবে।
আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ক্যাম্পেইনের মাধ্যমে কার্যক্রম চলবে। তার আগে টিকার দেয়ার ক্ষেত্রে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে। কুমিল্লা জেলায় ১৬ লাখ শিশুকে এ টিকা খাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল। এরই মধ্যে ১২ লাখ ১৮ হাজার ২৫০ জন রেজিষ্ট্রেশন করেছে। লক্ষমাত্রার ৭৬ দশমিক ৮১ ভাগ রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে।