Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলী টানেলে বাস উলটে আহত একজনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৫:৫৫ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ১৭:১০

কর্ণফুলী টানেলে উলটে যাওয়া বাসটি।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কর্ণফুলী টানেলে বাস উলটে আহত তিনজনের মধ্যে এক ব্যক্তি মারা গেছেন।

রোববার (৫ অক্টোবর) সকালে নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।

মৃত মোহাম্মদ ফয়সাল (৪২) চট্টগ্রাম নগরীর পতেঙ্গার মাইজপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

এর আগে, শনিবার (৪ অক্টোবর) দুপুরে নগরীর পতেঙ্গা থেকে আনোয়ারা যাবার পথে টানেলের অভ্যন্তরে বেপরোয়া গতিতে চালানো একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাত হয়ে পড়ে যায়। এতে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান টানেলের কর্মীরা।

বিজ্ঞাপন

আহত তিনজনের মধ্যে ফয়সাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার স্ত্রী রানু আকতার (৩২) এবং নিকটাত্মীয় মো. ফারুক (৫২) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/আরডি/এনজে

কর্ণফুলী টানেল