Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই ম্যাচ পর জয়ে ফিরলেন মেসিরা

স্পোর্টস করেসপেন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৬:৫১ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ১৭:৪৫

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল কারকা লিওনেল মেসি গোল পেলেন না। তবে জয় পেয়েছে ইন্টার মায়ামি। দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর বড় ব্যবধানে জয় পেয়েছে মায়ামি। শনিবার (৪ অক্টোবর) মেজর লিগ সকারের ম্যাচে নিউ ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জিতলেন মেসিরা। নিজে গোল না পেলেও সতীর্থদের জন্য একাধিক নিশ্চিত সুযোগ তৈরি করে দিয়েছেন এই এলএমটেন।

শনিবার মায়ামির হয়ে দুটি করে গোল করেছেন তাদেয়ো আলেন্দে এবং জর্দি আলবা। তিনটি গোলের সুযোগ তৈরি করে দিয়েছেন মেসিই। এই জয়ের পরও হতাশ মায়ামির ফুটবলারেরা। কারণ, এরইমধ্যে সাপোর্টার্স শিল্ড হাতছাড়া হয়েছে মেসিদের। শনিবারই ফিলাডেলফিয়া ১-০ ব্যবধানে নিউ ইয়র্ক সিটিকে হারিয়ে শিল্ড জিতে নিয়েছে। আগের ম্যাচে শিকাগো ফায়ারের কাছে হারার পরই শিল্ড একরকম হাতছাড়া হয়ে যায় মায়ামির।

বিজ্ঞাপন

শনিবার ঘরের মাঠে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলেন মায়ামির ফুটবলারেরা। ৩২ মিনিটে মেসির কাছ থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন আলেন্দে। প্রথমার্ধের শেষ মুহূর্তে দেখা যায় মেসি-আলবা জুটির ঝলক। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেন মেসিরা।

এর পর দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা কিছুটা বাড়ান নিউ ইংল্যান্ডের ফুটবলারেরা। ফলও পান তারা। ৫৯ মিনিটে দলের হয়ে ব্যবধান কমান ডোর টুর্গেম্যান। যদিও তাদের আনন্দ স্থায়ী হয়নি। ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে মায়ামিকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন আলেন্দে। এই গোলের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন মেসি। তিনিই গোলের নিশ্চিত বল সাজিয়ে দেন আলেন্দেকে। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল (দলের চতুর্থ) করে দলের জয় নিশ্চিত করেন আলবা। এ দিনের ম্যাচের পর বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় সের্গিয়ো বুসকেতসকে। চলতি মৌসুমের পরই তিনি অবসর নেবেন।

শনিবার জয়ের পর হ্যাভিয়ের মাসচেরানোর দলের ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট। শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া। তাদের ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট। ফলে মেসিদের পক্ষে তাদের টপকে যাওয়া সম্ভব নয় বাকি দুই ম্যাচে। ৩৩ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিনসিনাটি।

সারাবাংলা/জিজি

ইন্টার মায়ামি জয় লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর