Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সংবাদ সংগ্রহে গিয়ে হামলায় আহত ২ সাংবাদিক

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৭:২০ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ১৮:০৫

চট্টগ্রামে সংবাদ সংগ্রহে গিয়ে দুর্বৃত্তের হামলায় আহত ২ সাংবাদিক। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ‘সন্ত্রাস কবলিত’ জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।

রোববার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সাংবাদিকরা হলেন- এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মো. পারভেজ।

এর আগে, শনিবার (৪ অক্টোবর) সকালে জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় গণপিটুনিতে একজন নিহত এবং আরও কমপক্ষে ১৪ জন আহত হন। পুলিশের ভাষ্য অনুযায়ী, যুবদল নেতা রোকন উদ্দিনের নেতৃত্বে খাস জমি দখল করেত যাওয়া সন্ত্রাসীদের আটকে গণপিটুনি দিয়েছিল সেখানকার বাসিন্দারা, যারা আগে থেকে সেই জায়গাগুলো দখল করে বসতি গড়ে তুলেছে।

বিজ্ঞাপন

এ ঘটনা নিয়ে সংবাদ সংগ্রহের জন্য জঙ্গল সলিপুর এলাকায় গিয়েছিলেন জানিয়ে হামলায় আহত সাংবাদিক হোসাইন জিয়াদ জানান, সকালে জঙ্গল সলিমপুরে পৌঁছার পর পরই সিএনজিচালিত কয়েকটি অটোরিকশায় এসে দুর্বৃত্তরা হামলা চালায়। তাদের বেধড়ক মারধরের মধ্যে তার মাথা ফেটে যায়।

হামলায় আহত আরেক সাংবাদিক মো. পারভেজ জানান, লাঠিসোঠা, গাছের ডাল নিয়ে তাদের ওপর হামলা করা হয়। তাদের অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় কোনোরকমে তারা ওই এলাকা থেকে বেরিয়ে আসেন। হামলার সময় তাদের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। তাদের ক্যামেরাও ভেঙে দেওয়া হয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে বলেন, ‘আহত অবস্থায় দুই সাংবাদিককে হাসপাতালে আনার পর একজনকে চিকিৎসকের নির্দেশে নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার মাথায় গুরুতর জখম হয়েছে। আরেকজন ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসা নিয়েছেন।’

এদিকে দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)।

চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, সদস্য মুস্তফা নঈম ও গোলাম মওলা মুরাদ এবং সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান এক যুক্ত বিবৃতিতে বলেন, ‘জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে দাগী আসামি ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিনত হয়েছে। সেখানে কারা অবস্থান করে আইনশৃঙ্খলাবাহিনীর অজানা থাকার কথা নয়। সন্ত্রাসীদের এই দুর্গ ভেঙে দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানাই।’

‘সাংবাদিকদের ওপর এই ধরনের নগ্ন হামলা গণতান্ত্রিক ও সভ্য সমাজ মেনে নিতে পারে না। আমরা হুঁশিয়ার করছি, হামলাকারীরা কোনো ধরনের রাজনৈতিক দলের প্রশ্রয় যাতে না পায়। আমরা দেখতে চাই, পুলিশ প্রশাসন হামলাকারীদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় নিয়ে এসেছে, এক্ষেত্রে কোনো ধরনের গাফলতি সহ্য করা হবে না।’

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানিয়ে বিবৃতিতে বলেন, ‘সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা ঘৃণ্য, ন্যাক্কারজনক ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। আর রাজনৈতিক দলের নেতাদের প্রশ্রয় পাওয়া এসব সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে না পারার ঘটনা খুবই দুঃখজনক ও সংশ্লিষ্ট নেতাদের ব্যর্থতার জলন্ত উদাহারণ।’

‘দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় চট্টগ্রামের সাংবাদিক সমাজকে সাথে নিয়ে সিইউজে কঠোর কর্মসূচি বাস্তবায়নের দিকে অগ্রসর হবে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

২ সাংবাদিক আহত টপ নিউজ হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর