ভারতের দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে চলছে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। তবে এই প্রতিযোগিতার নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ, একটি পথকুকুরের আক্রমণে স্টেডিয়ামের মধ্যেই আক্রান্ত হয়েছেন একাধিক বিদেশি কোচ। স্টেডিয়ামে ঢুকে ৩০ মিনিট ধরে তাণ্ডব চালায় কুকুরটি।
তবে, জওহরলাল নেহেরু স্টেডিয়ামের মধ্যে কুকুর ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। এবার আন্তর্জাতিক মহলের সামনে ভারতের অস্বস্তি বাড়াল একটি কুকুর। অনুশীলনের সময় কুকুরের কামড় খেতে হলো দুই বিদেশি কোচকে।
জাপান দলের অন্যতম কোচ মেইকো ওকুমাৎসু এবং কেনিয়ার স্প্রিন্ট কোচ ডেনিস মারাগিয়া মাওয়ানজোকে তাড়া করে একটি কুকুর। তাদের দু’জনকেই কামড়ে দেয় কুকুরটি। শুধু তা-ই নয় স্টেডিয়ামের প্রবেশপথের দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মীকেও কামড়েছে কুকুরটি। ৩০ মিনিটে পর পর তিন জনকে কামড়ানোয় আতঙ্ক তৈরি হয় বিভিন্ন দেশের অ্যাথলিটদের মধ্যে।
এক কর্মকর্তা বলেছেন, ‘৩০ মিনিটের মধ্যে তিনজনকে কামড়েছে কুকুরটি। আক্রান্তদের দুইজন দুই দেশের কোচ। আমাদের একজন নিরাপত্তাকর্মীকেও কামড়েছে কুকুরটি। বিষয়টি উদ্বেগজনক। স্টেডিয়ামের নিরাপত্তাব্যবস্থা আরও বৃদ্ধি করা হচ্ছে। স্টেডিয়ামে যাতে কুকুর ঢুকতে না পারে, তা নিশ্চিত করা প্রয়োজন।’
বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ চলার মধ্যে এই নিয়ে পাঁচবার কুকুর ঢুকে পড়ল স্টেডিয়ামের মধ্যে। এর আগে নিরাপত্তাকর্মী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় কর্তারা আক্রান্ত হয়েছেন। বিদেশি কারও আক্রান্ত হওয়ার ঘটনা এই প্রথম ঘটল। স্বভাবতই আন্তর্জাতিক মহলের সামনে অস্বস্তিতে আয়োজকেরা।
আগের ঘটনাগুলো প্রকাশ করা হয়নি আয়োজকদের পক্ষ থেকে। এবার বিদেশি কোচেরা আক্রান্ত হওয়ায় আর বিষয়টি গোপন করা সম্ভব হয়নি। স্টেডিয়ামের ভেতরে থাকা সাইয়ের চিকিৎসাকেন্দ্রে অবশ্য আগে থেকেই প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছিল। স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ গোপন করেনি বিদেশি দলগুলোও।