ঢাকা: দেশের পোশাক রফতানি আয়ে নেতিবাচক প্রবণতা দেখা গেছে। সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে পোশাক রফতানি কমেছে ৫ দশমিক ৬৬ শতাংশ। ২০২৪ সালে যেখানে সেপ্টেম্বর মাসে পোশাক রফতানি ছিল ৩ হাজার ১০ মিলিয়ন ডলার, ২০২৫ সালের সেপ্টেম্বরে তা কমে ২ হাজার ৮৩৯ ডলারে নেমে এসেছে।
রোববার (৬ অক্টোবর) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইপিবির তথ্যমতে, পোশাকের মধ্যে নীটওয়্যার ও ওভেন- দুই খাতেই নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে বিদায়ী সেপ্টেম্বর মাসে। ২০২৪ সালের সেপ্টেম্বরে নীটওয়্যার পোশাক রফতানি যেখানে ১ হাজার ৭২৯ মিলিয়ন ডলার, সেখানে ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩০ মিলিয়ন ডলারে। অর্থাৎ সেপ্টেম্বরে নীটওয়্যার পোশাক রফতানি কমেছে ৫ দশমিক ৭৫ শতাংশ। আর ওভেন রফতানি কমেছে ৫ দশমিক ৫৪ শতাংশ। ২০২৪ সালের সেপ্টেম্বরে ওভে পোশাক রফতানি যেখানে ১ হাজার ২৮০ মিলিয়ন ডলার, সেখানে ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ১ হাজার ২০৯ মিলিয়ন ডলারে।
এদিকে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৭৯ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে যেখানে পোশাক থেকে রফতানি আয় ৯ হাজার ৫১৪ মিলিয়ন ডলার ছিল, সেখানে চলতি ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৭০ মিলিয়ন ডলার। প্রথম তিন মাসে পোশাকের নীটওয়্যারে ৪ দশমিক ৩১ ও ওভেনে ৫ দশমিক ৪১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
ইপিবির তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাইয়ে পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছিলে ২৪ দশমিক ৬৭ শতাংশ। পরের দুই মাস আগস্ট ও সেপ্টেম্বরে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এর মধ্যে আগস্ট মাসে পোশাক রফতানি কমেছে ৪ দশমিক ৭৫ শতাংশ ও সেপ্টেম্বরে ৫ দশমিক ৬৬ শতাংশ। মাস হিসাবে জুলাইয়ে রফতানি হয়েছিল ৩ হাজার ৯৬২ মিলিয়ন ডলারের, আগস্টে ৩ হাজার ১৬৮ মিলিয়ন ডলার ও সেপ্টেম্বরে ২ হাজার ৮৩৯ মিলিয় ডলারের পোশাক রফতানি হয়েছে।