Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুধু ঢাকাকেন্দ্রিক নয়, দেশজুড়ে পরিকল্পিত শহর গড়ার অঙ্গীকার তারেক রহমানের

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ০১:০৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা: শুধু ঢাকাকেন্দ্রিক উন্নয়ন না করে দেশজুড়ে পরিকল্পিত শহর গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ঢাকাকেন্দ্রিক উন্নয়ন নীতি বন্ধ করে দেশজুড়ে পরিকল্পিত শহর গড়ে তোলা হবে। যাতে প্রতিটি অঞ্চল উন্নত হয় এবং প্রতিটি নাগরিক উপকৃত হতে পারে।

রোববার (৫ অক্টোবর) ‘বিশ্ব বসতি দিবসে’ বিএনপির ৩১ দফা পরিকল্পনাকে সমাধানের রোডম্যাপ হিসেবে উপস্থাপন করে ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপির ২৯ দফায়- জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ এবং ৩১ দফায়- পরিকল্পিত, সুষম নগরায়ন ও বিকেন্দ্রীকরণের কথা বলঅ হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, একটি  বাসস্থান হলো মানুষের মৌলিক অধিকার। আমাদের সকলেরই নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সুরক্ষিত বাসস্থান পাওয়ার অধিকার রয়েছে। গ্রামাঞ্চল, শহর, নদী ও বন—সবকিছুই একত্রে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে।

তিনি মনে করেন, দুর্বল পরিবেশে ভালো বাসস্থান তৈরি করা সম্ভব নয় এবং টেকসই উন্নয়ন ছাড়া সমৃদ্ধ জাতি গড়ে তোলা সম্ভব নয়। আজকের অপরিকল্পিত নগরায়ন এবং জলবায়ু ঝুঁকির চ্যালেঞ্জ মোকাবিলায় সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন।

তারেক রহমান বলেন, আমরা একটি ন্যাশনাল গ্রিন মিশন চালু করব যার মাধ্যমে ২৫ কোটি গাছ লাগানো হবে। নদীগুলোকে পুনরুদ্ধার, বর্জ্যকে সম্পদে রূপান্তর, আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং ব্লু ইকোনমি সম্প্রসারণের মাধ্যমে যুব সমাজের জন্য সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি আরো বলেন, আমরা  দেশের বাসস্থান রক্ষা করব এবং ভবিষ্যত সংরক্ষণে উদ্যোগ নেব। একসঙ্গে সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার কাজ শুরু করতে সবাইকে আহ্বান জানান।

সারাবাংলা/এফএন/এসএস

অঙ্গীকার গড়া ঢাকাকেন্দ্রিক তারেক রহমান দেশজুড়ে পরিকল্পিত শহর শুধু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর