সিলেট: কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ট্রাকে অভিযান চলাকালে পরিবহণ শ্রমিকদের হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।
রোববার (৫ অক্টোবর) দুপুরে কোম্পানীগঞ্জ থানার পাশের সড়কের চেকপোস্টে এ ঘটনা ঘটে। থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিয়মিত কার্যক্রম হিসেবে ট্রাফিক সার্জেন্টের নেতৃত্বে ট্রাক আটকে চেকপোস্ট পরিচালিত হচ্ছিলো। এ সময় বালু বোঝাই একটি ট্রাক আটক করলে পেছন থেকে কিছু শ্রমিক এসে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে স্থানীয় পরিবহণ শ্রমিক নেতা মাহফুজের নেতৃত্বে পুলিশের ওপড় চড়াও হয় তারা। এ সময় তাদের হামলা পুলিশের পাঁচ সদস্য আহত হন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে, এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। হামলার ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
এর আগে, আগস্টে সাদা পাথর লুটের ঘটনার পর অবৈধ পাথর ও বালুবাহী ট্রাকের বিরুদ্ধে অভিযান জোরদার করে প্রশাসন।