Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
কোন ভুলে সেভিয়ার বিপক্ষে ‘এক হালি’ গোল খেল বার্সা?

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১০:০৪

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সা

চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে হেরে আগে থেকেই ব্যাকফুটে ছিলেন তারা। লা লিগায় মৌসুমের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলা বার্সেলোনা যে সেভিয়ার কাছেও এভাবে হেরে যাবে, সেটা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি সমর্থকরা! সেভিয়ার মাঠে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া করেছে বার্সা। এমন লজ্জার হারের পর বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলছেন, রক্ষণের বড় ভুলের কারণেই এমন হার।

এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে ছিল বার্সা। সেভিয়াকে হারালেই শীর্ষস্থান ফিরে পেত ফ্লিকের দল। তবে সেভিয়ার মাঠে ইয়ামালবিহীন ছন্নছাড়া বার্সা জয় তো পায়ইনি, উলটো ৪ গোল হজম করেছে। ১০ বছর পর লা লিগায় সেভিয়ার কাছে হারের লজ্জা পেল কাতালানরা।

বিজ্ঞাপন

রক্ষণভাগের ভুলই বার্সাকে সবচেয়ে বেশি ভুগিয়েছে, স্বীকার করছেন ফ্লিক, ‘ম্যাচটা আমাদের হাতছাড়া হয়েছে প্রথমার্ধেই। প্রচুর ভুল করেছে দলের সবাই। দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ালেও শেষে গিয়ে লাভ হয়নি। এটা আমি সবাইকেই বলেছি। পিএসজির ম্যাচের ভুলগুলো শুধরে নিতে পারিনি। এখন এই দুই ম্যাচের ভুল শুধরেই এগিয়ে যেতে হবে।’

চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা; দুই বড় টুর্নামেন্টে এমন টানা হার বেশ চিন্তায় ফেলেছে ফ্লিককে। বার্সা কোচ অবশ্য মৌসুমের শুরুতেই শিরোপা নিয়ে খুব বেশি ভাবছেন না, ‘সময়টা খারাপ যাচ্ছে আমরা সবাই জানি। মাঝে কিছুদিন আন্তর্জাতিক সূচির বিরতি আছে। আশা করি সবাই ভালোভাবেই ফিরবে। মৌসুমের কেবল শুরু। চ্যাম্পিয়নস লিগ, লা লিগাসহ বাকি সব টুর্নামেন্টে শিরোপা জেতাই সবার লক্ষ্য থাকে। তবে এখনই এসব নিয়ে ভাবার কারণ নেই। আমরা পরের ম্যাচ নিয়েই শুধু ভাবতে চাই।’

১৮ অক্টোবর লা লিগার ম্যাচে জিরুনার বিপক্ষে মাঠে নামবে বার্সা।

সারাবাংলা/এফএম

বার্সেলোনা সেভিয়া হ্যান্সি ফ্লিক

বিজ্ঞাপন

শুভ প্রবারণা পূর্ণিমা আজ
৬ অক্টোবর ২০২৫ ১১:২০

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর