Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ইসি’র সংলাপ ৭ অক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ০৯:৫০ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ১২:৫১

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: নির্বাচন বিশেষজ্ঞ, নারী নেত্রীদের সঙ্গে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল (৭ অক্টোবর) সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে সুষ্ঠু করতেই অংশীজনদের দেওয়া পরামর্শ গ্রহণ করছে সংস্থাটি।

সোমবার (৬ অক্টোবর) ইসির জনসংযোগ শাখার সহকারি পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান। তিনি জানান, ৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ইসির সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসবে ইসি।

এতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনা, সাবেক নির্বাচন কমিশনার ও অন্তর্র্বতী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্টদের নেওয়ার কথা রয়েছে। আর বিকেলে নারী নেত্রীদের সঙ্গে বসবে ইসি। এতে মোট ৪০ জনের মতামত বা পরামর্শ নেওয়ার কথা।

বিজ্ঞাপন

বর্তমান সিইসি এএমএম নাসিরউদ্দিন এরইমধ্যে বলেছেন, সংলাপে উঠে আসা মতামত তার কমিশন বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর ভোটের সংলাপ শুরু করে ইসি। ওইদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

এ ছাড়া, ধাপে ধাপে জুলাই যোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপে বসবে ইসি।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ
বিজ্ঞাপন

পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত
২২ নভেম্বর ২০২৫ ১০:০৭

আরো

সম্পর্কিত খবর