Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীশ্রী কোজাগরি লক্ষ্মীপূজা আজ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১১:০৭ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ১২:৫১

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলা আকাশে শরতের স্নিগ্ধ পূর্ণিমা। নীলিমায় ভেসে থাকা জ্যোৎস্নার আলোয় আজ আলোকিত হবে বাঙালির ঘর-বাড়ি,উঠোন ও মন্দির। আজ (সোমবার) শ্রীশ্রী কোজাগরি লক্ষ্মীপূজা। শারদীয় দুর্গোৎসবের আনন্দ-উচ্ছ্বাসের পর এই পূর্ণিমা তিথিতেই বাঙালি হিন্দু সম্প্রদায় উদযাপন করে ধন ও ঐশ্বর্যের দেবী মহালক্ষ্মীর পূজা।

কোজাগরী পূর্ণিমা: জাগরণের প্রতীক

‘কোজাগরি’ শব্দের অর্থ—‘কে জাগো?’ পুরাণে আছে, এই রাতে দেবী লক্ষ্মী আকাশপথে ভ্রমণ করেন, এবং যারা জেগে থেকে ভক্তিভরে তাকে আহ্বান করেন, দেবী তাদের ঘরে আশীর্বাদ বর্ষণ করেন। তাই এই রাতের আরেক নাম জাগরণের রাত। গৃহে গৃহে আজ প্রদীপ, ধূপ, আর অর্পণ সাজিয়ে ভক্তরা অপেক্ষা করবেন লক্ষ্মীর আগমনের।

বিজ্ঞাপন

ধন ও ঐশ্বর্যের দেবী

শাস্ত্রমতে, দেবী লক্ষ্মী কেবল অর্থ বা সম্পদের নয়, তিনি আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, সাহস ও সৌন্দর্যের দেবী। তার কৃপায় সংসারে আসে শান্তি, স্থিতি ও সমৃদ্ধি। বিষ্ণুর পত্নী হিসেবে তিনি সৃষ্টির ধারাবাহিকতা ও শুভ শক্তির প্রতীক। তাঁর হাতে পদ্মফুল, পদতলে শস্যভরা ক্ষেত—এ যেন সমৃদ্ধ জীবনের চিরন্তন প্রতীকচিত্র।

পূজার আচার ও অনুষঙ্গ

আজ সকালে গৃহিণীরা ঘরবাড়ি পরিষ্কার করে আলপনা আঁকেন, ধান, দুধ, মধু ও ফলমূল দিয়ে পূজার আয়োজন করেন। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের পর শুরু হয় মূল পূজা। গ্রামের দিকে এখনো অনেক বাড়িতেই দেখা যায় ধানের গোলায় পূজা হয়—যা ফসলের ঐশ্বর্যের কামনায় প্রাচীন রীতি। শহুরে বাড়িতেও আজ ভেসে থাকবে ফুলের গন্ধ আর পূজার ধ্বনি।

উৎসবের রূপ

এই দিনে বাজারে ওঠে নানান মিষ্টি, নতুন পোশাক, ধূপ-দীপ ও আলোকসজ্জার সরঞ্জাম। অনেকে নিজের হাতে বানান খই, মুড়ি, মিষ্টান্ন ও ফলের থালা। সন্ধ্যার পর পূজার পরিণতি ঘটে আরতি ও প্রদীপ প্রজ্বলনে—যা ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে দেয় উজ্জ্বল শান্তির আলো।

প্রার্থনার অর্থ

দেবী লক্ষ্মীর কাছে ভক্তরা শুধু ধন নয়, প্রার্থনা করেন সুখ, শান্তি, নৈতিকতা ও আলোর। কারণ প্রকৃত ঐশ্বর্য বস্তু নয়—মানবিকতা, জ্ঞান, আর ন্যায়বোধের ভিতেই তার অবস্থান।

আজকের এই কোজাগরি পূর্ণিমায় জ্যোৎস্নার আলোয় আলোকিত হোক প্রতিটি ঘর, প্রতিটি মন—এই শুভ প্রার্থনাই সকলের।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

লক্ষ্মীপূজা