Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণ লেখক ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক কুবির রাজীব

কুবি করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১২:২৭

মোহাম্মদ রাজীব।

কুবি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর ২০২৫-২৬ কার্যবর্ষের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় পর্ষদে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে ২০ জনকে মনোনীত করা হয়েছে।

কেন্দ্রীয় অর্থ সম্পাদক মনোনীত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের সভাপতি মোহাম্মদ রাজীব এবং শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া আফরোজ কেন্দ্রীয় সম্পাদকীয় পর্ষদ সদস্য মনোনীত হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর উপদেষ্টা ফয়সাল আহাম্মদ ও মাহদী হাসান মজুমদারের সই করা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ২৪ সেপ্টেম্বর, বুধবার লেখক ফোরামের ২০২৫-২৬ কার্যবর্ষের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। যেখানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহম্মদ সজীব প্রধান সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আব্দুর রহিম সাধারণ সম্পাদক পদে মনোনীত হন।

বিজ্ঞাপন

সংগঠনের সহ-সভাপতি মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুখসানা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিবুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে জাতীয় বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী আবু ছাকিব মো. নাজমুল হক মনোনীত হয়েছেন।

সংগঠনটির অর্থ সম্পাদক পদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ রাজীব, উপ-অর্থ সম্পাদক পদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নুরুন্নবী সোহান, দফতর সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইশা সুলতানা সাদিয়া, উপ-দফতর সম্পাদক পদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলমগীর হোসেন, আইন বিষয়ক সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিরাজ আলী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিব হাসান নীল মনোনীত হন। এছাড়াও সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক পদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান লস্কর, প্রচার সম্পাদক পদে ঢাকা কলেজের শিক্ষার্থী ইমন হাওলাদার, উপ-প্রচার সম্পাদক পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মায়িশা ফাহমিদা ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেসবাহ উদ্দিন মিহির মনোনীত হয়েছেন।

এদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ মোস্তফা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেজুঁতি দাস মুমু, ইডেন মহিলা কলেজের শিক্ষথী বুশরা আমিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাদিয়া আফরোজ সম্পাদকীয় পর্ষদ সদস্য মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, বর্তমানে দেশের একুশটি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধীভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

সারাবাংলা/এনজে

কুবি তরুণ লেখক ফোরাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর