Friday 21 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১২:১৭ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ১২:২০

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরের মতোই দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে দূষণের কবলে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকাও এর ব্যতিক্রম নয়। তবে, সাম্প্রতিক সময়ে রাজধানীর বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও মাঝে মাঝে তা অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছে যায়।

সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পরিমাপক সংস্থা আইকিউএয়ার–এর তথ্যানুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (AQI) ১২৪ রেকর্ড করা হয়েছে। এতে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান বিশ্বে অষ্টম। এই স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা (১৭০ স্কোর)। এর পরের স্থানগুলোতে রয়েছে উজবেকিস্তানের তাশখন্দ (১৫৯), ভিয়েতনামের হ্যানয় (১৪২), ভারতের কলকাতা (১৩৫) এবং ইরাকের বাগদাদ (১২৯)।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, শিল্পকারখানার বর্জ্য ও অপরিকল্পিত নগরায়ণ।

পরিবেশবিদরা জানান, AQI স্কোর ০–৫০ হলে তা ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, আর ১৫১–২০০ হলে সাধারণ মানুষের জন্যও তা অস্বাস্থ্যকর ধরা হয়।

বায়ুমান নিয়ন্ত্রণে বিশেষজ্ঞরা নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি, নির্মাণসামগ্রী পরিবহনে ঢাকনা ব্যবহার, এবং পুরোনো যানবাহন নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর